দূর্দিনেই তোর পড়ে মনে
সুদিনে যাস ভুলে,
আসলেই কি বাসিস ভালো
সত্যি মনের নীলে?


নয়তো চিঠি স্মৃতির কাঠি
রইতো ধূলোয় জমে?
বাসলে ভালো রাখতি ফেলে
সূতির কালো খামে?


আমার বয়ান দাগ কাটেনি
তোর সে মনের কোনে,
নয়তো চোখে রাত-বিরাতে
পড়তো ঠিকই মনে।


না-কি তুই পরিক্ষটা নিস
মালিক প্রভুর ছলে,
বাসি কিনা তোকে ভালো
দেখিস মন্ত্র বলে!


তবে তো তুই অন্ধই রইবি
সুজন পাবি ভবে?
দিল খুলে তুই বাসিস ভালো
বন্ধু মিলবে তবে।


২৭/০২/২০২৩
চট্টগ্রাম।