এই শেষ বিকেলে আমি কি পারি আর না পারি
সে তুমি আর নাইবা নিলে হিসাব,
এতটুকু তো জানলে,
দুপুরের কাঠফাটা রোদে অপেক্ষায় তোমার
নির্বিঘ্নেই কেউ হতে পারে কাবাব?
হাতে রাখা ফুলগুলো হাতেই শুকাতে পারে
শুকাতে পারে তরতাজা ভেজা কালো লোমের তৃষ্ণার্থ বুক,
অপেক্ষার সূর্যটা পশ্চিমে হেলে বেদনায় আধাঁরে ডুবাতে পারে পুব
সাদা আকাশটা স্বপ্ন ভঙ্গে নীলে নীলে ছেয়ে যেতে পারে
ঝরাতে পারে অঝোর ধারায় যখন তখন বৃষ্টি,
তবুও আমি!
তোমার আসার পথে ঠায় দাঁড়িয়ে থাকি
নিবদ্ধ রাখি সম্মুখ দৃষ্টি,
অপেক্ষায় থাকি কখন দেখবো তোমায় মনের আঙিনায়
কখন পাবো খুঁজে আমার দুই চোখে
আলোয় ঝলমল তোমার রাঙা মুখ!
১০/০২/২০২২
ঢাকা থেকে ময়মনসিংহ, ট্রেনে বসে।