.   ফিরবে বলে যখন আর
      কেউ আসেনি ফিরে,
তবে কেন থাকো অপেক্ষায়!
      ভীড়বে বলে তীরে?


.   হারায় যদি সাগর মাঝে
       লুকিয়ে ইচ্ছে করে,
  তুমি বুঝি ভাবো, ফিরবে!
        ফিরবে সে নীড়ে?


. তুমি মিছেই করেছো পণ
      তুলবে ঘরে হীরে,
  দিনের পর দিন ফুরোবে
     কাটবে এমনি করে।


আকাশ মাঝে চন্দ্র তাঁরা
   থাকলেও ভূবণ জুড়ে,
তুমি দেখবে যাওয়া আসা
       দুঃখ খাবে কুঁড়ে।


অবেলায় যখন ভাংবে ঘুম
       তুমি উঠবে নড়ে,
  বুঝবে তখন চিনতে মন
     তুমি উঠনি পেরে।


১০/০৯/২০২১
ময়মনসিংহ।