ওহে, রেখেছো যে দূয়ার খুলে
           তোমার যা ভূলো মন,
                        যদি যাও সকল ভূলে!
যদি এসে চোর নিয়ে যায় সব!
            তখন আবার শুনি না যেন
                        তোমার কলহ রব।
নাকি ইচ্ছে করেই পেতেছ ফাঁদ
            রয়েছো অপেক্ষায়
                        যদি ধরা যায় আকাশের চাঁদ!
রাখো কথা, সাঝে দেখোনা স্বপন
            ঝড়ো হাওয়ায় স্বপ্ন ভেঙে
                        যদি ভাঙে উতলা মন!
আমি তো দেখি ঘর ভরা জোছনা
            হেলায় ফেলে মিছে তুমি
                        আপন করেছো দূর ভাবনা।
বলি, মনের ঘরে দিয়ে দাও তালা
             যদি এসে নাড়ে কেউ কড়া
                     তুমি হইয়ো তখন না-হয় উতলা!


১৯/০৭/২০২১
ঢাকা।
*বাসায় ফেরার অপেক্ষায় বসে আছি দেখে, স্ত্রীর নেয়া পরিক্ষায় লেখা " অপেক্ষা "।