,       মৃত বৃক্ষে ঢেলো না জল
তোমার প্রার্থনায় আর হবে না ফল,
যে মরেছে কেন মিছে খুঁজো তার শব
উজানে ভেসে গেছে পাহাড়ি ঢল।


          মরা যমুনার বালু চর
কটাক্ষ করে চাইতে পারে একটু নীর,
জানে সে পাবে না আর ভরা যৌবন
তবুও স্বপ্ন তারে দেখায় দু'ধারে তীর।


      বেদনায় ডুবন্ত পাওয়া ছলনা
সব হারানো মানব এখন করে কামনা,
কখন মাটিতে হবে ক্ষয় নিভবে প্রদীপ
আলো নিয়ে সে, এখন আর ভাবে না।


       ছুঁড়ে ফেলা অদেখা জীবন
আজ তুমি খুঁজো? এতোদিন পর মন!
লক্ষী তুমি ঠেলেছো পায়ে, ধরোনি বুকে,
মৃত দেহে আত্মা খুঁজো না, না যৌবন।


১২/০৩/২০২১