এতো রাগ?
তাঁরে এতো করো অবিশ্বাস?
যাকে ছাড়া যে তোমার চলে না মুহুর্ত
সইতে হয় পদে পদে শত ঘাত প্রতিঘাত;
যাকে ছাড়া যে তোমার মেলেনা চোখের পাতা
আবার দুঃখ জ্বরায় কাটে রাত নির্ঘুম,
তাঁকেই কর অবহেলা!
ভুলো তাঁর সুসময়ের দান দয়া-দক্ষিণা!
অসুস্থ হয়ে তুমি কি খোঁজ না তাঁর কৃপা?
হারিয়ে পথ যদি দেখো গোলকধাঁধা
তাঁর কথা পরে না কি মনে
চায় না কি মন তাঁর খোঁজ, আঁধারে বা স্বপনে?
তবে কেনো চোখে পরে তাঁর ক্রোধ?
কেনো যেতে চাও তারে ছেড়ে দূর?
কেনো তুলো বাঁধভাঙা অভিমানী সুর?


১৪/০৮/২০২২
ঢাকা।