প্রথম যেদিন দাড়াবো বলে বাইরে রেখেছি পা,
পিছন থেকে নরম সুরে ডেকে বলেছিলো মা,
"খোকা, পারবি তো বাবা? দুনিয়াটা বড় কঠিন,
হিসেব কষে ফেলতে হয় পা, বড় তপ্ত জমিন।"
ছোট চটপটির দোকান দেখে বন্ধুরা হেসেছিল,
দেখতো সকাল বিকাল তাতে খাটতে বারোমাস,
বলেছিল,"এতো লেখাপড়া করে কাটছিস ঘাস!
গাধা, তার চেয়ে ভালো করগে জমিনে হাল চাষ।"
শুনে আমি হাসি, প্রতিবাদে ছিলাম তখন নিরব,
জানি খেলা শেষে হাসতে হয়, হতে হয় সরব।
কনে দেখতে গিয়ে মেয়ের বাবা, মাকে বলেছিল,
"রাস্তার চটপটি ওয়ালার স্বাদ জেগেছে চাঁদ ধরা!"
আমার মা কি বলেছিলো জানেন? বলেছিলো,
"সোনা নয় খুঁজে নিন চকচকে তামার টুকরা।"
৩০/০৩/২০২১