ছেলে আমার পাশ করেছে
সবার মতো পায়নি এ প্লাস!
কোনো রকম টেনেটুনে;
রক্ষা সম্মান সমাজে ক্লাস।


"এই নাম্বারে কোথায় যাবে!
কোথাও হবে ভর্তি চান্স?"
ক্ষোভটা যখন মায়ের মুখে
আমি হাসি সারিও লাঞ্চ।


"পাশের বাড়ির দুষ্টের শেষটা;
কি করেছে? গোল্ডেন এ প্লাস!"
কাঁদে গিন্নি কপাল চাপড়ায়
দুঃখে ভাঙে টেবিলের গ্লাস।


অংক বাংলা সমাজ বিজ্ঞান
বাড়ায় বুদ্ধি দেয় চলার জ্ঞান,
তাই বলে কি সত্য মিথ্যা
দরকার-ও নেই বিবেক সম্মান?


শিক্ষা কেবল সনদটা দেয়,
আসল জ্ঞান তো জীবন শেখায়,
মানুষ হলেই দিব্যি চলবে
লাগেও আমল বিদায় বেলায়।


৩০/১১/২০২২
ভেলোর, ভারত।