ভাবছো পাঠক তোমার; বড্ড বোকা!
বুঝে-না কোনটা গদ্য কোনটা কবিতা।
রোজই তো দেখি কলমে আঁকছো ছবি
দেখে আমার মুখ অন্য কারো আঁখি।
ফর্সা গালেও পায় শোভা কালো তিল,
কই, তার সাথে আমার তো নেই মিল?
সত্যি বল? কোথায় পেয়েছ কার দেখা?
ভাবছো, বুঝেনা পাঠক বড্ড বোকা।


আনতে গেলে জল তুমি কেন কর ছল?
কেন খুঁজো কোন রুপসীর চোখটি ডাগর?
তুমি জান না কবি! আমি যাই না ঘাটে?
ব্যাকপেইনেও ধরাশায়ী আমার কোমড়।


খুব তো দেখি কবিতায় ডাক কত্তো নাম
বাহারি নামের ঝুড়ি সোমা ঝুমা ঝিনু!
কই আমার নাম তো থাকেনা কবিতায়
ডাকতে তো আগে ময়না পাখি মিনু!


বুঝি না কেন তুমি হতে চাও সওয়ারী,
দুয়ার ফেলে বাসিন্দা "হাজার দুয়ারী"?
কেন কবিতায় তুমি তুলো ভীষণ দুখ?
কেন মানসপটে ভাসে অন্য কারো মুখ?
এতো পেয়েও ভরেনি কেন তোমার বুক?
বুঝেছি, ঠিক এ তোমার মাথার ব্যামো
                খুব কঠিন মনের অসুখ।


২০/০১/২০২২
চট্টগ্রাম।