মরার পরে মানুষ বলবে
সুযোগ আবার দাও হে প্রভু,
মানবো হুকুম নামাজ রোজা
করিনি যা আগে কভু।


দেখবে কেমন পাক্কা ঈমান
দাঁড়ি জোব্বা পায়ের সমান,
দান খয়রাতেও সিদ্ধ হস্ত
পূন্যে ভরবো পাপের বাগান।


শুনে হাসবেন মালিক খোদা,
আদম করে ফের চালাকি!
চায় সে যেতে ঐ পৃথিবী
দেখতে আলো দিন জোনাকি।


০৮/১২/২০২২
ভেলোর, ভারত।


(এই কবিতাটা লেখার পরে, আমার অসুস্থ ছেলে বিছানাতেই বসে কবিতার ছন্দ সম্পর্কে মতামত দেয়। তৃতীয় লাইনে আমি লিখেছিলাম, "যা করিনি"। ছেলে বললো, "আব্বু এটা " করিনি যা" লিখো" ভালো লাগবে। শেষ দুটো লাইনও পরিবর্তন করে দিয়েছি ওর ইচ্ছাতেই। সবার ওর সুস্থতার জন্য দোয়া করবেন। আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।)