লোকে বলে বন্ধু নাকি পালায় ছুটে
      দুঃখ যখন কপালে জোটে!
আমি দেখি আমার বন্ধু আসে হেসে
      দাড়ায় পাশে কপাল ঘষে।


অশ্বত্থ বৃক্ষের মতো মেলে ধরে ডানা
      শত্রুতে দেয় বীরদর্পে হানা।
দুঃখ-জ্বরা ব্যথায় কতো দেয় স্বান্তনা
      উঠে দাঁড়ানোর পাই প্রেরণা।


করিলে ভূল বন্ধু নাকি ফোটায় হুল
.     উপরে ফেলে বন্ধুত্বে মূল।
আমার ভুলে বন্ধুর চোখে ভাসে জল
      হেসে চিনায় মাকাল ফল।


শুনেছি বন্ধু নাকি উপহারে হয় খুশি
     দিতে জানে কম নেয় বেশি।
আমায় দেয় সুখ ছিনিয়ে দুঃখ গাঁথা
      আমার বন্ধু আমার পিতা।


বিঃদ্রঃ আজ আমার পিতার ১৮তম মৃত্যু বার্ষিকী। কবিতাটা তাঁকেই উৎসর্গ করলাম। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমীন।