কাকের চোখে কোকিল বন্ধু
বিপদে পায় হস্ত,
বুঝে না প্রেম হাসেই আড়াল
লুকাইয়া বিষ মস্ত।


সুদিনে যেই শোনাইয়া গান
ডাকিয়া কয় "দোস্ত",
নাদান কাক তার দেয় তুলিয়া
মুখের মৎস্য গোস্তো।


ভাবিয়া লয় মহৎ কোকিল
গোত্র করিয়া জয়,
ভুলিয়া রং কর্কশ কন্ঠ
ভালোবাসে নিশ্চয়।


জানে না সে তার-ই রসে
কোকিল করে হর্ষ,
পরগাছা চায় বাড়ুক অশ্বত্থ
বাঁচুক শতো বর্ষ।


০৮/০১/২০২৪ইং
ময়মনসিংহ।