দূর পাগলী তুই!
ঠেলে দূরে চাইনা তোরে এমনটা কি হয়?
অনেক সময় অনেক কথা যায় না বলা
মনটাকে খায় খুঁড়ে।


জানিস পাগলী!
সমাজ না-কি মন বুঝে না; নিয়ম বুঝে বেশ,
আমি বলি অন্ধ সে জন পায় না দেখতে
সত্য প্রেমের রেশ।


ইচ্ছে ছিলো
রাত বিরাতে বাঁধবো তোকে আপন বাহু ডোরে,
বাদলা দিনে মেঘের আড়ে থাকবো বসে
তোর-ই হাতটা ধরে।


ইচ্ছে ছিলো
সন্ধ্যা বেলায় গল্প কথায় শেষ বিকেল টা হাঁটার,
লোকের কথায় সমাজ বাঁধায় টানতে দায়
ইতি পথটা চলার!


সমাজ আমার
ইচ্ছে গুলো দুমড়ে মুচড়ে মুখে আঁটে কুলুপ,
অনিয়ম সব নিয়ম তুলে পন্ডিত মশাই
গাইলো গীতার শ্লোক।


আমি বুঝলাম,
সমাজ সে-তো সবার জন্য; প্রেমের জন্য সে নয়,
মানব এখন কর্ম ছেড়ে সমাজ বেচে
ধর্মে দিচ্ছে পরিচয়!


১৮/০১/২০২৩.
ভেলোর, ভারত।