অফিস ফিরে ঘরে ঢুকে প্রশ্নে হলাম ঘায়েল,
"ছেলে তোমার পাশ করেনি, দুই-দুই বিষয়ে ফেল!
ইজ্জত সম্মান ধূলোয় গেলো, খাওয়াও আরো আপেল?


পাশের বাড়ি দুষ্টের হাঁড়ি, পাশ-এ বাড়ায় জ্ঞান!
রাস্তা ভরা লোকের মাঝে, দিলো জ্ঞান মিসেস সেন
"তোমার ছেলে পাশ করেনি, করেনি বুঝি ধ্যান!"


বোঝাই যাচ্ছে ঘরটা গরম যুদ্ধ যুদ্ধ সাজ
বললাম কেশে একটু বসে, "ছেলে তোমার তাজ,
খুলে আঁখি সকালে দেখি মায়ের করছে কাজ!


নিদ্রা হানি অযুর পানি দেয় তো দেখি ঢেলে,
বাসায় এলে ছালাম বলে দুয়ার টা দেয় খুলে,
বললে কিছু মুখটি নিচু, মায়ের পিছুই চলে।


দুষ্টমিটা করলো কখন? কার-বা টুটলো দিল?
কোরান পড়ে মসজিদে যায় জামাতেও হয় শামিল,
বড় পাস তো করাই আছে থাক্ না একটু অমিল!"
১২/০১/২০২২
চট্টগ্রাম।