স্রষ্টার পরিকল্পনা নিখুঁত; তবে কেউ জানে না সেটা কি?
কেবল জানে সব চলে নির্ভুল!
অথচ, মনে হয় যতো দন্ড যতো ভুল সব আমারই
আমারই উপর চলে তাঁর ধারালো তীর ক্ষীপ্র চাবুক
ক্ষত-বিক্ষত হয় দেহ পোড়া মন দগ্ধ অন্তর
আমারই দিতে হয় পাড়ি
আছো যতো কাল মহাকাল ধূমকেতু জলা-জঙ্গল
আঁকাবাকা পথ সম্মুখ নদ বিপদসংকুল!
মনে হয় পৃথিবীর হাসি, সুখে আছে মানা; আনন্দ কনা আমার নয়
কোন কালে পাবো না ক্ষমা তাঁর সুশীতল ছায়া,
ঠেকবে না গন্ধ নাসিকা রন্দ্র ঝর্ণার জল পাহাড়ি ঢল!
কিন্তু আমি জানি,
আমাকে নিয়ে স্রষ্টার পরিকল্পনা তবুও আছে নির্ভুল।


২৩/১২/২০২২
ভেলোর, ভারত।