মাঘ মাসের এই তীব্র শীতে
শরীর যখন কাঁপে,
গায়ে জড়াই তিনটে গেঞ্জি
চুমুক চায়ের কাপে।


মাথার উপর মোটা টুপি
মাফলার বেঁধে গলে,
হাতে মোজো বসে সোজা
গল্প যাচ্ছি বলে।


হঠাৎ দেখি কোত্থেকে এক
বোকার হদ্দ ছেলে,
দাঁড়ায় পথে কাপড় খুলে
পরেরে দেয় তুলে।


গাধা কেমন শীতেও এমন
কেউ কি সাজে দাতা?
পাগল ছাগল চাইছে হতে
গরীব দুখীর ত্রাতা।


নিশ্চিত ছোরা নেতা হবে
তখন দিবে বাঁশ,
বুঝে না মন পরের দুঃখে
ছোরার পড়ে শ্বাস!


১৯/০১/২০২৩
ভেলোর, ভারত।