আমি ঐ পাহাড় হতে চাই
যে তুমি আমারই বুকের উপর দাঁড়িয়ে ছুঁয়েছো মস্ত আকাশ,
চাইলেই যখন তখম ঘন মেঘেদের ভাসিয়ে তরী
একেলাই নিয়েছো কাড়ি আমার-ই সুখ সমুদ্র খনি
আমি চাপা দিতে চাই তোমার হাসি তোমার যতো আছে সুখ
লোক দেখানো আগের সেই দীর্ঘশ্বাস।


আমি ঝড়ো হাওয়ায় বিজলি হবো
আকাশ ভেঙে চমকে দেবো হঠাৎ হঠাৎ তোমার পুরো পৃথিবী,
বিষধর সাপেদের মতো তুলবো ফণা
মিথ্যে উঁচু মাথা তোমার নিমিষেই করবো ধূলিসাৎ
তোমার-ই গল্পে তোমার-ই ভূমিকায় তৃপ্তি মিটিয়ে টানবো ইতি।


আমি কাল বৈশাখী ঝড় হতে চাই
ঝড়ে ভাঙবো সব, সব ভেঙে করবো চুরমার
হতে চাই সিডর মহাসেন আম্ফান ভীষণ ভয়ানক জলোচ্ছ্বাস
জলায় ডুবিয়ে তোমার আত্ম অহংকার গরব গরিমা
আমি হাসতে চাই পিসাচের হাসি বারংবার।


আমি পাথর হতে চাই
হতে চাই সবচেয়ে ভারী জাহাজ "দ্যা ওয়াইজ জায়ান্ট"
যেনো তোমার বুকের উপর চালিয়ে করতে পারি হাড়গুড় তোমায় তচনচ
যেনো শুনতে পারি তোমার গগন বিদারী আর্তনাদ
জ্বলন্ত আগুনে পুড়ার মতো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয় তোমার ঘোলা কাঁচ।
ভেবো না, শেষে আমিও রেখেছি তৈরি আমিও ঝুলবো ফাঁসি কাষ্ঠে
নেবো বিদায়,
খুঁজে নেবো শয়তানের তকমা খুব হবে নাম ডাক।
হা হা হা.....!


০৬/০২/২০২২
চট্টগ্রাম।