ওগো প্রিয়ে, তোমার জন্যে গড়েছি প্রাসাদ,
দিয়েছি ছাদ পুরু নীল আসমান
বিছানা তাতে কাঁশফুলের পাপড়ি পালঙ্ক শুকনো মাটি,
বাতাসে রেখেছি বলে রাতে হবে কাঁথা,
দিনে হবে দেয়াল, রাখবে ঘিরে সেই ঘরের শক্ত খুঁটি।
সন্ধায় নিভে গেলে সূর্য
ভেবো না, রেখো আস্থা করেছি ব্যবস্থা,
জোনাকিরা দেবে আলো চাঁদের হলে একটু দেরি,
পৃথিবী নিংড়ে যত্ন করে পাশেই আছে বাগান
তোমার ভালোই কাটবে সময় আমি যখন না থাকবো বাড়ি।
সাগরে মাছেদের ডেকে বলেছি হেঁকে
কোন কথা নয় বন্ধু হতে হবে তোমার,
তবেই ভুলবো অভিমান, নেবো তুলে দীর্ঘ আড়ি,
যদি পায় ক্ষিদে আমি তো আছি রাঁধব নিজে
নীল জোছনা আর শুধু তোমার জন্যে স্পেশাল সাদা মেঘের চর্চরি।
শেষ রাতে, যদি না আসে ঘুম সময় কাটে নির্ঘুম
পরীদের সাথে হয়েছে পাকা কথা শোনাবে গান মনকাড়া
যদি তুমি হও রাজি, হতে বাসিন্দা আমার সাধের বাড়ি।


০৬/১০/২০২১
চট্টগ্রাম।