আজ যে লোকটা বলছে তোকে
"প্রেম হলো এক নষ্ট নীড়!"
দেখ্ গে খুঁজে, ঢেউ দেখে সে নদ ছেড়েছে
ঝড়ের পরে আর যায়নি তীর!


মাঝ দরিয়ায় দমকা হাওয়ায় উঠলে ফুঁসে সাগর
তাই বলে কি নৌকো ছেড়ে লাফায় মাঝি?
ডুবায় মাথা সাগর নীলে?
জানে তো সে তুফান শেষে
আবার সেথা পা ধোঁয়া যায় শান্ত সুবোধ জলে।


মেঘ দেখে যে সত্যি কাঁদে
পায় সে শোভা সূর্য ডুবা জোছনা ধোঁয়া আলে?
উষ্ণ আর্দ্র অভ্যর্থনা দেয় কি শিশির
পায় কি ছোঁয়া সকাল বেলা একলা পথে চলে?
ঝড় শেষে তো বর্ষায় বসে
খুব দেখেছি একলা কাঁদে শেষে।

বইলে তুফান ঝড়ো হাওয়া
বলি মাঝি তুমি, নৌকো ফেলে আর যেয়ো না
সাজ দেখে ঐ আর ছেড়ো না হাল
ডুবলে ডুবুক সলিল মাঝে হও সমাধি
ফিরলে গাজী জিতবে তুমি কাল।


১৬/০৫/২০২৩
চট্টগ্রাম।