ভাই রে ভাই, পুরুষ মানুষ! ব্যাটা ছেলে?
আমি থাকি চৌদ্দ হাত দূরে!
সব ক'টা দাঁত মাজে না, মুখে দূর্গন্ধ, এয়্যাক থ্যুঁ
আবার বাথরুমে বসে গুনগুনিয়ে গানও করে সুরে!
দেখেছিস কখনো ঘরটা রাখে ঘুছিয়ে?
বাহির থেকে এলে প্যান্ট শার্টতো বাদ-ই দিলাম
অন্তর্বাস টাও রাখে যেখানে সেখানে ঝুলিয়ে।
আর জুতো মোজোর তো কথাই নেই,
উঁহু, উঁহু বাদ দে রে ভাই
উৎকট গন্ধে আমার এক্ষুনি বমি এলো, যাচ্ছে তাই।
আরো শুনবি?
জগতে এমন কোন আছে আজব প্রাণী
কাটতে পারে তবুও যেখানেই যায় মুখে থাকে খোঁচা খোঁচা দাড়ি?
কারো ভালো লাগুক আর নাই-বা লাগুক
যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে আবার টানে বিড়ি।
তাও চলে, কিন্তু ঐ পান?
মুখভর্তি ঘাসে যখন হাসে, পুচ করে পিচকি টা দেয় ফেলে
মনেহয় একটা মারি.....অমনি তার গালে!
জানিস, কি করেছিলো সেদিন এক হ্যাদা বুড়ো?
পিচকি ফেললো আমার অমন সুন্দর শালে!
কি বললি, বিয়ে?
না বাবা, তা হবে না!
লোম ওয়ালা একটা হাত আমায় দেখবে ছুঁয়ে?
ভেবেই তো ঘেন্না লাগছে, কাটা বিঁধছে গায়ে।
২২/০৪/২০২২
চট্টগ্রাম।