রাজকুমারী "সারা"র মন ভালো নেই!
দেখতে পায়নি কাঠবিড়ালি বিড়ালছানা
না জানিয়ে নাকি উড়ে গেছে প্রজাপতি
তাই নাকি আজ তার মন ভালো না।


পুকুর ঘাটে খেলার মাঠে অপেক্ষায় বসে
পাশের বাড়ির তোমার প্রিয় ছাগল ছানা,
তোমার নাকি পায়নি দেখা হয়নি কথা
যাচ্ছো না কেন? তোমার বুঝি হয়নি খানা?


শুনেছি পুতুল খুকির ভোরে ঘুম ভাঙেনি!
চড়ুই শালিক আজ ডাকেনি সাত-সকালে,
তোমার জন্যে দিচ্ছে না দেখা সূর্য্যি মামা
তুমি হাসলেই চাঁদ দিবে তিলক ঐ কপালে।


রাঙা চাঁদবদন ছেয়েছে আজ কালো মেঘে
হাসি নাকি তার করেছে রাগ হয়েছে আড়াল,
রাজকুমারী তুমি জাগো, তুমি এসে দেখো
তোমার জন্যে দাড়িয়ে গোমড়া মুখে রাখাল।
২৪/০৩/২০২১