বুঝলে মিনু, ছেলে তোমার ভীষণ বেকুব
কতো বললাম, কাজ না করিস সঙ্গে তো থাক,
বাপের কাজে হালটা তো ধর
হাতটা বাড়া নাকটা গলা
কে শুনে কার কথা,
ঠান্ডায় জমে সাহেবের কফ; বন্ধ তার নাক!


কি আর বলবো! অতো সুন্দর দরাজ গলা!
গানটা গেয়ে ভীড়লে দলে
নিশ্চিত মেলে একটা তো পদ,
ওমা দেখি! সাহেব হাসে ঠোঁটটা মেলে
খঁয়ের খা তো; ভর দুপুরেও যায় না দেখা,
কত্তো সে বদ!


সুযোগ পেয়ে শুধায় মোরে,
"বাবা তুমি সত্যি বলো,
চাও কি দেখতে মিথ্যে শিখি গুলটা মারি?
রাজনীতি টা আগে ছিলো মেধাবী আর ভদ্রলোকের
দেশের সেবায় মরন নেশা,
চাও কি তুমি পা টা চাটি
নিজের লাভে সত্যি করি দেশের ক্ষতি?
আমি চাই না হোক সে আমার প্রধান পেশা!"


০৬/০১/২০২৩
ভারত ভেলোর।


(কবিতাটি আমি এ আসরের সম্মানিত কবি, প্রণব লাল মজুমদার কে উৎসর্গ করছি। তাঁর মতো লেখার ইচ্ছে ছিলো খুব। আজ মনে হলো, তাঁর লেখার ধারার কিছুটা ভাব আজকের কবিতায় এসেছে। জানি না কেমন হলো! না হলে আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।)