বাঁশ বাগানে পেচানো লতার
চোখ যখন থাকে উর্দ্ধ গগনে,
তখন কি আর যায় বুঝানো
তারে নিজ মেরুদণ্ডের মানে?


গোবরে শোভিত পদ্ম ফুল
যদি রাখো ফুলদানিতে তুলে,
বুঝেনা সে নিজো স্থান মূল্য
রঙিন রঙে অতীত যায় ভুলে।


অল্প পানির মাছ পরে যদি নদে
দেখবে তবে কি সে লম্ফঝম্প!
জানে না সে নদে আছে হাঙর
একটু পরেই রচিবে ভুমিকম্প।


সমাজে আছে কত শত লতা
গোবরের পদ্মফুল আর মৎস,
শুধু রাখেনা মনে করে গোপন
কোথা যাবে কোথা ছিল উৎস।
০৫/০৬/২০২১
ময়মনসিংহ।