চোখটা বুঁজে বইটা পড়ি
চেষ্টা করি লেখার,
শ্মশান ঘাটে মরলো কেবা
খুব প্রয়োজন দেখার?


কোন ঘরে-তে বিড়াল ডাকে,
কার-বা উঠলো জ্বর,
কোন কুকুরটা ঘেউঘেউ করে
কেই-বা নেবে খবর?


সন্ধা হলেই বাদুড় দৌড়ায়
শেয়ালটা দেয় হানা,
হাঁড়ির খাবার নষ্ট করেই
ছাগলটা খায় খানা!


পেত্নী সেজে হুতোম প্যাঁচা
দিচ্ছে দেখো ডাক,
কার-বা এতো সাহস দেখায়
তেঁতুল তলির বাক!


রাত দুপুরে জানলা ধরে
ভূত টা দেখায় ভয়,
রাতে কেবল জ্বালাই আলো
ভয়টা করতে জয়।


২০/০৯/২০২২
চট্টগ্রাম।