রোজা মানে অভুক্ত নয়
বাদ দেয়া নয় খানা পিনা,
রোজা মানে আত্মশুদ্ধি
পরের কষ্ট নিজের জানা!


ভয় যদি পাও একা একা
খেলে পানি ভাঙে রোজা,
অন্যের হকে হাত দিয়ে ভাই
বাড়াও কেনো পাপের বোঝা?


সারাটা দিন আল্লাহ জপে
এতিম পেলো গলা ধাক্কা,
নিলে টাকা ভুল ভাউচারে
হবে রোজা! জানো পাক্কা?


ভাবছো পরে পারটা পাবে
দেখিয়ে দান করলে মোটা,
দেখছো ক্ষমা দূর বেশি নয়
ঐ ওপারে পায়ের হাটা?


আল্লাহ আমার অন্ধ তো নয়
সব-ই দেখেন উপর থেকে,
রোজা রেখে মিথ্যে বলে
এই যে ধোঁকা; দিচ্ছো কাকে?


২২/০৩/২০২৩
চট্টগ্রাম।