দানেই নাকি পূন্য মেলে
তাইতো খেলে এক শিকারী,
রমজানে এলেই দুহাত ভরে
নিচ্ছে পূন্য কাঁড়ি কাড়ি।


দেখছি মানব নিজের মনে
কাপড় কিনে দিচ্ছে দীনে
রাখছে খেয়াল কোথায় কেবা
রয়েছে ঐ আহার বিনে।


কোথায় এতিম কাঁদছে ক্ষনে
কার-বা শরীর ধুঁকছে রোগে,
খুঁজে খুঁজে নিচ্ছে গুনে
পূন্য যতো নিজের ভাগে!


ওহে খোদা, আমার কি দোষ?
দাও নি কেনো পয়সা মোরে?
আমারো তো ইচ্ছে করে
পূন্য সাজাই নিজের ঘরে।


২৫/০৩/২০২৩
চট্টগ্রাম।