ঝুলায় তালা সদর দরজা
যতোই রাখো বন্ধ,
ভাবছো তরী ভীড়ায় তীরে
ডাকেও যদি অন্ধ!


সোনায় মোড়া দূয়ার তোমার
এমনি রইবে পরে,
জমুক ধূলো স্মৃতির কায়া
মায়ায় রেখো ঘিরে।


ঘর খানা তোর সুবাস ছড়াক
জুঁই চামেলিদের বাস,
নাহয় কতোক থাকলো মাছি
সু-সময়েই নিক শাঁস!


শির উঁচিয়ে চাই না হৃদয়
করতে কারো হরণ,
চাই না কান্না ঝরায় ঝর্ণা
আবার বধি রাবণ।


আমি তো সেই সন্ধ্যা আলো
রাখাল বালুর চরণ,
একটু পরেই নিভবে প্রদীপ
ডুবায় নিজের জীবন।


একলা পথের পথিক তুমি
পরলে রথের স্বরণ,
তোমার জন্য দূয়ার খোলা
ফুলেই করবো বরণ।


০৮/০২/২০২৩
ভেলোর, ভারত।