স্বাধীনতা এখন রঙিন মুখোশে কালো কয়েন
কন্ঠ করে রোধ বিজয়ের গান লাল পতাকার মিছিলে
দেখিয়ে রক্তচক্ষু ভয় নিষ্পেষিত জনতায়
দমিয়ে রাখো রুদ্ধ কারাগার বিষধর সর্পের বীণে,
তাঁকে শেখাও উদার গনতন্ত্র! স্বাধীনতার মানে?
তোমাদের স্বাধীনতা মানে তো
শোকের ছায়ায় বাজিয়ে ভেঁপু বিজয়োল্লাস উদ্ভট নৃত্য
দলিয়ে পদতলে হো হো করে হাসা শিকারীর চাহনি
চেতনা-হীন দিয়ে দায় দলে দলে কাঁদানো ভৃত্য,
তোমাদের স্বাধীনতা মানে তো
শিকলে বাঁধা সার্কাসের এক পাল হাতি
প্রতিদিন মঞ্চায়ন বাক্সে রুদ্ধ অবাক মুক্ত বাক
আর কৌশলে দখল নেয়া সব কটা রাজপথ মগজ
উঁচু নীচু বাঁকা তেরছা আলো আধারের গলি।
তোমাদের স্বাধীনতা মানে তো
স্বার্থের ঢেকুর তোলা আবৃত্তি তোতা পাখির ছড়া
মুখস্থ বলা সেই সে গরু রচনা!
বলি, বেয়োনেটের খোঁচায় অসার এখন যার দেহ
ক'টা কালো সাপে চেপে ধরে উষ্ঠ উধর যার নাও প্রাণ
তাঁকে শেখাতে এসো না স্বাধীনতা!
আর না মুখস্থ বুলি "মুক্তি যুদ্ধের চেতনা"-র মানে;
তোমাদের চেতনা মানে তো
তোমাদের কালো কুর্তি অন্ধ অহংকার রুদ্র মুর্তি
যেখানে নেই শ্রদ্ধা ভিন্নমত
আছে তোমাদের সাফাই খোঁড়া অথৈব মনগড়া সব যুক্তি।
১৭/০৮/২০২২
ময়মনসিংহ।