আমি স্বজন হারা বোবা
আমি উড়তে থাকা পতাকা
আমি অশ্রু সিক্ত মায়ের অব্যক্ত সব কথা।


আমি বিবর্ণ জন্মভূমি স্বদেশ
আমি নীল ফলানো মাটি
আমি নিস্পেষিত জনতার উঁচু করা মাথা।


আমি ডিসেম্বরের কাংক্ষিত ষোল
আমি মার্চের কালোরাত্রির ধূলো
আমি সম্ভ্রম হারানো মলিন মুখের ব্যথা।


আমি ছেষট্টির ছয় দফা
আমি সত্তরের বিজয় গাথা
আমি রাইফেল হাতে একাত্তরের নির্ভীক জনতা।


আমি স্বাধীনতার কড়া ভাষণ
আমি শত্রুর বুকে রাখা চরণ
আমি মৃত্যুকে ভালোবাসা বিদ্রোহী জাতির পিতা।


আমি সম্মুখ সমরের দামামা
আমি সূচালো বেয়োনেটের খোঁচা
আমি লাল রক্তে কেনা একটুকরো স্বাধীনতা।


আমি রাজাকারের গগনবিদারী কান্না
আমি হানাদারের সব হারানো বন্যা
আমি মুক্ত আকাশ আর দুষ্ট শিশুর অবাধ চঞ্চলতা।
১৪/১২/২০২০