পেলে দেখা তাঁর?
সেই যে গেলে ভোর বেলা তার দূয়ারে!
এতো বেলা হলো; হলো দেখা!
দরজায় দাঁড়িয়ে ডাকোনি তারে? নাড়োনি কড়া?
দেখেছো কি নির্বাক মানব শূন্য ঘরের আঙিনা
বদ্ধ কি চৌকাঠ মনের জানালা? দেয়নি সাড়া!
নাকি নির্বোধ তুমি ফাঁকা পেয়ে নিলে ঘুমিয়ে?
নাকি দেখে সূর্য মাথার উপর
অবেলা ভেবে এসেছো ফিরে জানাওনি প্রার্থনা?
নাকি দলবেঁধে দরবারে তাঁর গিয়েছিলে চাইতে!
জানো না! ভালো বাসে সে,
সকাল বিকাল সন্ধ্যায় তুমি যাও একেলা!
দেখেছিলো কি সে তোমায়, চোখের জলে ভিজতে?
না-হয় করজোড়ে নত শিরে মাফ চেয়ে বলতে
এতোদিন ছিলো ভুল তুমি ছিলে ভুলে
চাইতে এসেছো ক্ষমা শর্তহীন বিনা ছলে।


০৪/১১/২০২২
চট্টগ্রাম।