রমজানের-ই শেষ রোজাতে
   ঈদের খুশি দিচ্ছে উঁকি,
  বাঁকা চাঁদের মুচকি হাসি
  খুঁজছে যখন খোকা খুকি,
  কেউবা তখন ব্যস্ত ভীষণ
কিনছে জামা করছে রেকি।


মুমিন কেবল কাঁদছে তখন
পাপ গুলি কি রইলো বাকি?
রমজান কি তার এমনি গেলো!
   নাকি দিলো বড্ড ফাঁকি?
খোদা তোমার দরবারে তাই
শেষ বেলাতে চাইছি মাফি।


২১/০৪/২০২৩
ময়মনসিংহ।