শীতের দুপুর লাঙল ফলা
ক্ষেতে কুড়ায় আলু,
নিতাম ভরে গামছা কলুই
পিছন রইতো নিলু।


সন্ধা রাতে চাদর গায়ে
জ্বালায় উনুন খড়ে,
গন্ধ পেতাম পোড়া আলুর
খেতাম মনটা ভরে।


শীত সকালে কিনতে মুড়ি
ধানটা দিতাম মেপে,
যায় কি ভুলা রাতের ঘুমটা
শীতের কাঁথা চেপে?


খেজুর গাছে বাদুর ঝুলে
করে ফাঁকা হাঁড়ি,
ভোরে খেতাম ভাপা পিঠা
করে বাড়াবাড়ি।


৩১/১২/২০২২
ভেলোর, ভারত।