তিন শিয়ালের তাসের ঘর
এখন পুরাই হুলস্থুল,
গলায় গলায় ভাবটা তাদের
আছে-ও অদ্ভুত মিল!


একই সাথেই থাকা খাওয়া
গলায়-ও একই সুর,
একই ঘরে ঘুমায় তারা
কাজে-ও বর্ণচোর।


সাঝ সকালে যায়না দেখা
রাত্রিতেই মারে ঢিল,
খুঁজে বেড়ায় কোন খোয়ারে
মোরগ করছে কিলবিল।


না পেলে পাকা ধানে মই
নিত্য তাদের অকাজ,
উঠোন মাঝে ছেড়ে আসে (ইয়ে)
নেইকো কোন স্ব-লাজ!


অলস সময় বন্ধুর লেজে
তেল দেয়াটাই রেওয়াজ,
কানটা তাদের খাঁড়াই থাকে
গন্ধ পেলেই আওয়াজ।


রাত বিরাতে চলা ফেরা
বন্ধুর হাতের মোয়া,
শুধু মুগুর দেখলেই ঘেউঘেউ
এক রসুনের কোয়া।


২৩/০৪/২০২২
চট্টগ্রাম।