এক কলেজে সতেরো জন
বিদ্যার্থী মোটে পাঁচ,
তাদের আবার তিন জনেই ফেল
পাচ্ছো কি কিছুর আঁচ?


কোথাও আবার যাচ্ছে দেখা
শিক্ষকের পদ খালি,
সেথায় জাতির করতে মঙ্গল
ভারটা নিচ্ছে মালি।


কেউ কেউ তো বিদেশ থাকে
সেই সে আমেরিকা,
তবুও হাজির বেতন তুলে
সাইনে ভরা খাতা।


স্বজন প্রীতি দূর্নীতিতে
শিক্ষার এখন মেরু,
যে বুঝাবে সেই বুঝে না
কাকে মানবে গুরু?


২৯/১১/২২০৩
ঢাকা।