সব কিছুর মানে জানতে চাইতে নেই
                 সব গুছিয়ে বলা যায়?
     কিছু স্বপ্নের তো ডানা-ই থাকে না
    উড়ার আগে পঙ্গু হয়ে বসে কতো!
কেউ কেউ প্রসাদও বানিয়ে নেয় মনে
   কিছু দুঃখ তো কিনতেও হয় নগদে
                 ঠিক জমিদারের মতো।

   জানি, এ লেখার তুমি কিছু বুঝবে
                    আর কিছু বুঝবে না,
  সব চিঠির ভাষা এক হবে তাও নয়
কোনটা অস্পষ্ট কোনটা হবে ঝাপসা
  কোনটা নিতে হবে খুব করে কল্পনা
আবার কোনটা পথে হারিয়েও যাবে
   তাই সব জানতে চাওয়া বোকামিই
                   যতোই থাক বাসনা।
১৩/০৩/২০২২
চট্টগ্রাম।