তোমার তো ভাই স্বদেশ প্রীতি
পড়ছে দেখি ঝরে,
তবু বক ধার্মিক চোর চোট্টায়
দেশটা কেন ভরে?


নেতার নীতি মিথ্যে বুলি
বিবেক নাহি নড়ে,
আমি তো ভাই উল্টো শুনি
সত্য রাখো ধরে।


খেতে বসে ঢোক গেলো না
চোখ টা ভাসে জলে,
দেশের মানুষ পায় না খেতে
কেমনে নামে গলে?


তাইতো তুমি বিদেশ থেকে
আনলে কিনে আটা,
পাড়ার মোড়ে দোকান খুলে
ফাঁদ পেতেছো খাতা।


বর্ষা এলেই বিদেশ থেকে
আনো কিনে ছাতা
গরীব দুখী অতল বন্যায়
কেমনে বাঁচায় মাথা?


দেশের জন্য দশের জন্য
মনটা তোমার ভারি
বউ বাচ্চাও ঐ করতে সেবা
দেশটা গেছে ছাড়ি।


সবাই দেখে লক্ষ্য তোমার
দেশের সেবা অশেষ,
আমি দেখি অর্থ পাচার
লুটে খাচ্ছো এ-দেশ।


১৭/০৬/২০২২
চট্টগ্রাম।