ভরা জোছনায় পদ্ম দেখেছো
পুকুর ঘাটের জলে?
শাপলা শালুক ভেট কি তুলেছো
বাড়ির সম্মুখ বিলে?


দূর্বা ঘাসে পথ তো হেঁটেছো
ক্ষেতের আলে দোলে?
ভরা বর্ষায় মাছও ধরোনি
ছোট্ট ঠেলা জালে!


লাঙ্গল কাঁধে কৃষক তো দেখা
কাদা মাখা গালে?
বদ্দিরাজের চূড়োয় উঠেছো
পাখির ছানা পেলে?


ওমা! তুমি কি তাও করোনি?
এমন-ও হয় ছেলে?
শহর তোমার পথ ভুলিয়েছে
সব খেয়েছে গিলে।


* ভেট হলো শাপলা ফুলের ফল।
* আলে হলো ধান ক্ষেতের সরু পথ।
* বদ্দিরাজ একটি গাছের নাম।


৯/৯/২০২২
চট্টগ্রাম।