ছিঁড়ে খাবে বলে মানুষের জ্যান্ত মাংসপিণ্ড
শকুনেরা যখন বাঁধে জোট বাড়ায় ভোট,
আমরা মানুষেরা তখন ভয়ে ভয়ে অস্থির
ভয়ে করি ছুটাছুটি দিগ্বিদিক হই দল ছুট।
হাতা গুটিয়ে লেজ উঁচিয়ে বানরেরা যখন
মোদের করে দূর্বল, পাইয়ে দেয় একটু ভয়,
আমরা মানুষেরা তখন ক্ষয়িষ্ণু চিত্তে সম্মুখে
বুঝতে পারিনা তাদের কুটিল সে অভিনয়।


ইতিহাসটা বদলে গাধা গুলো যখন ভাবে
নিজেদের অতিকায় চালাক হিংস্র বানর,
ন্যায়ের বুলি তখন সমাজে পুরোনো আইন
উল্টো মানুষকে করে পায়ের নিচে চাকর।
নীচ গুলো ভূলে যায় দেয়ালে ঠেকলে পিঠ
বাঁচার তাগিদে মজলুমের হাতে উঠে খঞ্জর।
০৭/০৩/২০২১