যে মেয়ে তোর মুখের উপর
চাইছে ঘষতে ইট,
পড় বিপদে, সেই সে মেয়েই
তোর বাঁচাবে পিঠ।


কথায় কথায় যে জন ছেড়ে
চাইছে যেতে দূুর,
দোর খুলে দে, দেখবি ওরে
পাল্টে গেছে সুর।


হাসলে পিষে কাঁদায় বিষে
ভাবিস যদি রণ,
রাখ লিখে তুই, পোড়ায় তোরে
নিজের বুঝে মন।


আর যদি ভাই ছলাৎ ছলাৎ
নয়ন ঝরায় জল,
জানিস নিশ্চিত কৌশলে গীত
পরখ প্রেমের বল।


রাজা বাদশা সমঝদারও
মরলো কতো জন!
তুই কে ভায়া, পারবি ওরে
নারীর বুঝতে মন?


১২/০৯/২০২৩
ঢাকা।