গরুর গোশত খাসির মাংস বাদ দিয়েছি কেনা
এমনটা নয় খাই না আমি, প্রচুর আছে দেনা,
মোরগ পোলাও ইলিশ-এ লাউ যতোই থাকুক প্রিয়,
ওসব এখন ভোগ বিলাসী, খুব হয়েছে জানা।


একশ টাকার মোটা দানা আশি টাকায় বেগুন
শান্তি তে নেই কাঁচা লঙ্কা বৃষ্টি হলেই আগুন!
ডালের আবার আদি নিবাস বড়ো লোকের খানা
তেলও এখন রেগে আছে স্বস্তিতে নেই উনুন।


আলু পোড়া কচুর লতি খাওয়াই লাগে রোজ
গমের রুটি চিংড়ি কারি স্বপ্নে দেখা ভোজ!
উদর এখন ভর্তি হলেই চোখে আসে নিদ
গরীব দুখী কেমনে থাকে, কে নিয়েছে খোঁজ?


কাপড়চোপড় ভোগ বিনোদন স্বপ্ন এখন ফাঁকা
আম জনতার কান্না বুলি, আওয়াজ পরে ঢাকা
কেউ জানে না কষ্ট কেমন শেষ ভরসাই আকা*
বেতন তো পাই মাসের শেষে আষ্ট হাজার টাকা!


*আকাঃ মালিক
০৭/০৬/২০২২
চট্টগ্রাম।