সম্মুখে তার থাল ভরা ভাত,পাশে বাটি গোশতও দুটি,
তবু ভিক্ষুক হাউমাউ কাঁদে, কেনো মুছে নয়ন সাটি?
বুঝেছি তার দিনময় আজ, হয়নি খাওয়া খাদ্য খানা,
হঠাৎ পেয়ে আনন্দেই তাই,ভরেছে জল চোখ দু'খানা।
খানিক পরে দ্বিধায় ভরে, চাইলাম নিতে একটু জেনে,
"পেয়ে খানা ওহে চাচা, জলটা কেনো চোখের কোনে?"
হয়ে ক্রুদ্ধ হাসলেন বৃদ্ধ তারপর ধীরে বললেন শেষে,
"চাইলে পানি শুকনো রুটি, আসে যদি গোশত মিশে,
পাওনা যদি সবটা মেটায়, খোদাই খাওয়ান দুনিয়াতে
চাইবো কি তায় পরপারে, জল আসে তাই নয়নেতে।"


১৬/০২/২০২৩
ময়মনসিংহ।