গেলো রাতের তুমুল ঝড়ে, ভিজলো যখন গাল
শংকা ছিলো দমকা হাওয়ার, থাকবে কিছুকাল!
সপ্তাহ খানেক গিন্নি আরো পিঠের তুলবে ছাল
সহজ কথার তেসরা জবাব, ঝাড়বে কিছু ঝাল।


লেপ দিয়ে তাই মাথা মোড়ে ছিলাম ক্ষণ কাল
কুয়াশা যাক সূর্য উঠুক, গাছের পাকুক তাল।
ওমা দেখি! সকাল বেলাই গিন্নির হাতে থাল!
থালা ভরা লুচির সাথে ছিলো আলুর ডাল।


পাই না বুঝতে এমন কেনো গিন্নি গুলোর চাল
প্রেম দিয়েই সে শোধ টা তুলে, আবার ধরে হাল!


১৮/১২/২০২৩
চট্টগ্রাম।