চাঁদের আলো বদলে তুমি, খাচ্ছো কিনে পানি!
সোনার থালায় ভেজে রুটি, আঙুর করছো ঘানি?
চশমা চোখে দেখছো ভুবন, ধরায় ভাবছো সরাই,
মুক্তো ফেলে পথের ধূলোয়, ধনের করছো বড়াই!


আঙুল ফোলা কলা গাছে, যায় তো হওয়া ধনী,
তাই বলে কি ঢাললে সরাব, লোকে ভাবে জ্ঞানী?
গোবরেও তো পদ্ম ফুটে, বদলে কি যায় তার স্থান?
রঙের ছটা পোশাক আশাক, বাড়ায় না পশুর মান।


মূর্খ মানব বুঝবে তখন, পকেট হলে খালি,
স্বর্গ থেকে নামবে ধরায়, আবার সাজবে মালি।


১৪/১২/২০২২
ভেলোর, ভারত।