সময়টা থাকবে ডুবে অন্ধকার গহ্বরে,
মস্ত পৃথিবীটা পাবে তখন অথৈই জলে নিমজ্জিত,
ভাসবে কারো মুন্ডুহীন দেহ ফুলে ফ্যাপে,
দূর্গন্ধে ছেয়ে যাবে গোটা জনপদ
কুকুরেরা নেবে স্বাদ মানুষের পঁচা মাংসে,
তখন ভিড়বেনা কারো দিগহীন ভাসমান তরী কোন তীরে।
যখন সবুজ ধ্বংস করে হবে বিলাসিনী অট্টালিকা
নিজেদেরই দেয়া দাও দাও অাগুনে পুড়ে ছাই হবে সব সব জীবন
অন্নহীন মানুষগুলো পাবে কংকালসার দেহ,
আকাশ ছোঁয়া পাখিদের কাটা হবে ডানা
পশুরা লুকাবে মানুষের সুবিশাল গৃহে বাঁচার তাগিদে দেবে হানা।
গৃহহীনরা লুকাবে ফেলে রাখা বিলাশবহুল ভগ্ন গাড়ির নীচে,
আর পয়সাওয়ালা উন্মাদ মানুষ গুলো নগ্ন নৃত্যে থাকবে মশগুল,
সাথে অফুরন্ত বিত্ত আর শয়তানি হাসি,
দূর থেকে দেখবে সবাই, মাঝে থাকবে দেয়াল স্বচ্ছ কাঁচে।
শহরের বড় বড় পানির ট্যাংক গুলো রবে অমৃত শরাবে ভরপুর,
সরকারি খরচে হবে বিলানো সকাল দুপুর।
বন্যপশুর মতো আবার হবে দেহ কেনা বেচা
টাকায় নয় লোড করা অস্ত্রের ইশারায়।
অহংকার আর দাম্ভিকতা হবে পুরুষ্যত্বের মাপকাঠি,
নারীরা হবে পদ দলিত, সত্যেরা খুঁজবে পথ খালি পায়ে হাঁটি,
তখন স্বৈরশাসকেরা হেসে হেসে কেড়ে নেবে তোমার পায়ের নিচের মাটি।
যখন মানুষ গুলো আবার যাবে ভূলে বিধাতা
স্বর্ণ খচিত মসজিদ মন্দির গুলো হবে ফাঁকা,
মৃত্যুর ভয় আর থাকবে না শাসকেরা রবে নিশ্চিন্তে,
বিচার আর হবে না কোর্টের মজলিসে নিয়মের বৃত্তে,
হবে দুঃসাহসিকতা আর ক্ষমতার দাপটে।
অপেক্ষায় আছি কখন হবে সময় কখন আসবেন সেই অতি মানব
উড়াবেন সত্যের নিশানা বিজয়ের পতাকা,
ছড়াবেন সৌরভ অনিয়ম আর অত্যাচারীর শিকল ভেঙ্গে,
হবে সৎকার গোটা মানব জাতির, ফেরাবেন তিনি শান্ত নীড়ে।