আজ যে মাথা টানছো বুকে
বলছো দিতে ঘুম!
সেথায় কেনো ক্রোধের অনল
জ্বলছে তেজে ধূপ!


তাইতো তোমার উদোম বুকে
দেখছি কালো দাগ,
চোখের পাতায় হাত ছানি তার
ঠোঁটেও অনুরাগ!


জোছনা জলে সেথায় ঝরে
বৃষ্টি টা টুপটাপ,
বিষন্নতায় ডুবলে দুপুর
বিকেলটা চুপচাপ!


নাকি পাল্টে পাপটা ধুয়ে
আবার দেবে পূজে?
হাতে নিয়ে ফুলের ডালি
আমায় নেবে খুঁজে?


নয়তো চিতায় পুড়বো যখন
শুনো ধুপ-ধুপানি,
ইচ্ছে কেবল আমার মুখে
তোমার দেয়া অগ্নি।


ইচ্ছে না-হয় থাকলো তোলা
ভিজুক শরীর ঘামে,
আজ যে মাথা টানছো বুকে;
সত্যি যাবো ঘুমে।


৩০/১২/২০২২
ভেলোর, ভারত।