আজ যে তুমি নম্রভদ্র ভুল ভাল বকে
খুব আদরে দিচ্ছো সাক্ষ্য,
উঁচু গলায় মিথ্যে আঁকড়ে সত্য দলে
টানছো তীরে করছো শিষ্য।


সাবাশ সাবাশ মারহাবা বাঁশ মাথায় তুলে
ডাকছো নামে বাঘের বাচ্চা!
বলি শোনো, না দিলে আর খাদ্য খানা
খাবলে খায় বাঘ মালিক সাচ্চা।


কি ভেবেছো! সাধু সেজে জেনে বুঝে
করছো তুমি তার-ই গতি?
ব্যাটা যখন মিথ্যে ভিতে পরবে ভেঙে
তোমার যেনো না হয় ক্ষতি।


ডুবলে জলে ডুবায় শিয্য খামছে ধরে
বুকের ছাতি গায়ের ধুতি,
পরলে গর্তে কাদা জলে থাকবে কিছু
মান সম্মান আর কাপড় সুতি?


তাই তো বলি এখন সময় সত্য ধরো
থাকতে ভালো মিথ্যে ছাড়ো।


২৯/১১/২০২২
ভেলোর, ভারত।