সত্য বললেই ভাবছো মিলবে
সমাজ পতির বাহবা?
দিবেও তালি মিলবে বুলি
সাহস স্তুতি সহসা!


ওরে বেকুব সময় এখন
উল্টো চলে পলকে,
নিমিষেই নেয় ভোলটা পাল্টে
মিথ্যে কে লয় চুমুকে।


সত্যি বললে সব হারাবি
চাকরি যাবে সহজে,
সত্যি বললে ভাঙবে কাঁঠাল
মিথ্যা ঢুকায় মগজে।


সত্য বলার সেই যুধিষ্ঠির
নেইও এখন সমাজে,
মিথ্যে এখন যথা তথায়
বসবাস তার কাগজে।


মিথ্যেবাদীর স্থানটা এখন
অনেক অনেক উঁচুতে,
থাকলে টাকা সত্য ঠেলে
দিচ্ছে যে স্থান হাঁটুতে।


রাখিস মনে মিথ্যে হয়তো
আবাস গড়ে ক্ষণেতে,
যায় কি পাওয়া সুখের ছোঁয়া
দেহের ভেতর মনেতে?


২৮/০৩/২০২৩
ময়মনসিংহ।