তুমি চিনো ভাই তাঁকে? যাঁর হাতে বিশ্ব!
যে গড়ে শরীর কায়া, তাতে দেয় প্রাণ
সাথে দুটি চোখ কান ঠোঁট অতি লাস্য
আর দেয় জ্ঞান বোধ, মানব প্রমাণ।


চেয়ে দেখো তৃণভূমি, ভরা কেন খাদ্য?
কোথা হতে ঝরে বারি, কার ভিজে পৃষ্ঠ?
কার দেয়া আলো ছায়া লাগে অনবদ্য
কার দানে পৃথিবী বসবাসে উৎকৃষ্ট।


এতো ভোগ নিয়ামত, খুলে দেখো চোখ
নুঁয়ে মাথা রাখো কথা দেয়া সে ওয়াদা
না করিলে ইবাদত কোথা পাবে সুখ?
শয়তান রেখে সূদুরে বাঁচিয়ো আকিদা।


হাশরের মাঠে পার! অতো নয় সোজা,
বিচার হবে কঠিন, থাকলে পাপ বোঝা!


০৮/০৩/২০২২
চট্টগ্রাম।