বিশ্বাস করো শুধু তোমার জন্যে
আমার আমি টাকে কত্তো খুঁজেছি হয়ে হন্যে।
শুধু তোমার জন্যে
দেয়ালে টাঙিয়ে ছবি তাকিয়ে কূয়োর ভেতর
নিজেই নিজেকে খুঁজেছি প্রতিনিয়ত অসংখ্য বার,
কেবল দেখেছি তাতে কৃষ্ণকায় কবি।
পাইনি...
তোমার আমাকে তাতে পাইনি।
বাথরুমের কাঁচের দেয়াল মায়ের পুরনো ড্রেসিং টেবিলের আয়না
আঁধা ভাঙা জানালার কাঁচ গাড়ির কালো রিফ্লেক্টিং গ্লাস
নদীর স্বচ্ছ পানি আকাশের মেঘ
বিশ্বাস কর কোথাও রাখিনি বাদ,
পাইনি...... তাতেও আমি পাইনি!
দিগভ্রান্তের মতো খুঁজে দেখেছি লক্ষ কোটি শিশির ফোটায় প্রভাতে,
পাইনি পাশের বাড়ির রমার চোখের কালো চশমার প্রতিবিম্বে।
শুধু তোমার জন্যে
উষ্কখুষ্ক চুলে পাগলের মতো বেড়িয়েছি ঘুরে সুগভীর অরন্যে
নিজেকে খুঁজেছি একপশলা বৃষ্টিতে রংধনুর সাত রঙে
কতোবার কতোদিন ফেলে চোখের জল খুঁজেছি সৃতি হাতড়ে,
নিষ্ফল হয়ে ঘন্টার পর ঘন্টা ঠায় বসে থেকেছি হাঁটু গেড়ে,
যখন অনামিশার অন্ধকারে ঢাকা সুখ খুঁজেছি তোমার মুখ
তখন হলো মনে,
শুধু হয়নি খোঁজা তোমার কালো চোখে
বিন্দু বিন্দু জমা তোমারই নাকের ঘামে,
দেখিনি মেলে তোমার খাঁ খাঁ করা শূন্য বুক
হয়নি সাহস তুলতে ঐ চিবুক।
২৫/০৯/২০২১
চট্টগ্রাম।