আজ যে বন্ধু পল্টি খেয়ে
চাইছে যেতে চলে,
কালই দেখবে তেল দিয়ে সে
আবার ভীড়ছে দলে।


আজ যে নেতা কসম খেয়ে
দিব্যি দিচ্ছে আড়ি,
কাল সে তরী ভাসায় সাগর
ভীড়বে তোমার বাড়ি।


আজ যে ঘোটক চাটছে দু'পা
গাইছে গীতি জোড়া,
শুধু তোমার পদ খানা যাক
অমনি তুমি ভেড়া।


দিনের মাঝে মেঘ দেখে যে
তোমাকে যায় ছাড়ি,
সুজন সে নয় দুধের মাছি
বলবে বাড়াবাড়ি?


১৮/০৩/২০২৩
চট্টগ্রাম।